মেজবা উদ্দিন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিনিধ: জয়পুরহাটের আক্কেলপুরে পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আক্কেলপুরে ১৪ ফেব্রুয়ারী আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)-এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জয়পুুরহাট জেলার পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ সালাম কবির ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান প্রমুখ।