সারাদেশঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ৫নং ঘাটে মা’ইক্রোবাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হা’রিয়ে পাঁচজনকে নিয়ে পদ্মায় ডু’বে যায়। তবে তাদের সবাইকে জী’বিত উ’দ্ধার করা হয়েছে। আজ বৃ’হস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনার পর ফা’য়ার সা’র্ভিস তাদের উ’দ্ধার করে।






আরিচা ফা’য়ার সা’র্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে ফেরি চ’লাচল বন্ধ ছিল। সকাল ৮টার দিকে কু’য়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল আবার শুরু হয়। এতে সকাল সাড়ে ৯টার দিকে ৫নং ঘাট এলাকার প’ল্টুনে ওঠার আগে মা’ইক্রোবাস পার্কিং করার সময় নি’য়ন্ত্রণ হা’রিয়ে ন’দীতে পড়ে যায়।






এ সময় খবর পেয়ে ফা’য়ার সা’র্ভিস দুটি ইউনিট ঘ’টনাস্থলে পাঁ’চজনকে জীবিত উ’দ্ধার করে। অন্যদিকে মা’ইক্রোবাসটি শ’নাক্ত করে প’ল্টুনের স’ঙ্গে বেঁ’ধে রাখা হয়েছে। মা’নিকগঞ্জের আরিচা ফা’য়ার স্টে’শনের অফিসার মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।