ভাড়া না পেয়ে শি’শু স’ন্তানসহ ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে আ’টকে রাখার অ’ভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বি’রুদ্ধে। ওই অবস্থায় বালতির পানিতে ডুবে ছ’টফট করতে করতে শি’শুটির মৃ’ত্যু হলে বি’ষয়টি জানাজানি হয়। শি’শুর মৃ’ত্যু হলে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়। বুধবার (১৩ জানুয়ারি) খুলনার হরিণটানায় এই ঘটনা ঘটে। মৃ’ত আজিজা তাসমিয়া ওই এলাকার ইম’দাদুল ইসলাম ও তামান্না ইসলামের মেয়ে।






এ ঘটনায় বুধবার বাড়িওয়ালা মো. নওশেরকে দায়ী করে থানায় অ’ভিযোগ দেন শি’শুটির বাবা-মা। পুলিশ সে অ’ভিযোগ গ্রহণ না করে অপমৃ’ত্যু মা’মলা করেছে। পরে আ’দালতে যান ইম’দাদুল-তামান্না দম্পতি। তামান্না ইসলাম জানান, ১১ জানুয়ারি দুপুরে তালাবদ্ধ ঘরে তার মেয়েটি খেলতে গিয়ে হঠাৎ বালতির পানিতে পড়ে যায়। ঘরে এসে তিনি মেয়েটিকে ওই অবস্থা থেকে উ’দ্ধার করলেও বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নিতে পারেননি।






জানা গেছে, ২০২০ সালে ডিসেম্বরে কাঠের ডিজাইন মিস্ত্রি ইম’দাদুল ইসলাম ও তার স্ত্রী তামান্না মাসিক চার হাজার টাকা চুক্তিতে রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দুইটি কক্ষ ভাড়া নেন। কিন্তু জানুয়ারি মাসের অগ্রিম ভাড়া দিতে না পারায় ৬ জানুয়ারি থেকে ঘরে শি’শু স’ন্তানসহ তামান্নাকে তালাবদ্ধ করে রাখে বাড়িওয়ালা নওশের। ওই সময় তার স্বামী মোংলা ঝিউধরা এলাকায় কাজ করছিলেন। তামান্নার স্বামী ইম’দাদুল ইসলাম বলেন, আমি নিম্ন আয়ের মানুষ।






সংসারে অভাব অনটন থাকলেও স’ন্তানকে জীবন দিয়ে ভালোবাসতাম। কিন্তু বাড়িওয়ালার নিমর্মতায় আজ সেই স’ন্তানকে হারাতে হলো। স্থানীয় জলমা ইউনিয়ন পরিষদের মেম্বার শহিদুল ইসলাম লিটন জানান, শি’শুটির মা জানালা দিয়ে চি’ৎকার দিলে আশপাশের লোকজন তালা ভে’ঙে তাদের উ’দ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে ছ’টফট করতে করতে শি’শুটি মা’রা যায়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার বলেন, প্রাথমিকভাবে আমরা অপমৃ’ত্যু মা’মলা নিয়েছি। বি’ষয়টি ত’দন্তাধীন রয়েছে।






ত’দন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে এটা মা’মলায় রূপান্তরিত হবে। আইনজীবী মোমিনুল ইসলাম জানান, অ’সহায় বাবা-মা থানায় লিখিত অ’ভিযোগ করলেও পুলিশ মা’মলা নেয়নি। বৃহস্পতিবার আ’দালতে মা’মলা করা হবে। সুত্রঃ বিডি ২৪ লাইভ