মেহেদী হাসান, জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে বাস চা’পায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নি’হত হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পপুলার মোড়ে এই দু’র্ঘটনা ঘটে।
সরিষাবাড়ি থানার ওসি আবু মোঃ ফজলুল করিম জানান, সকাল ৭টায় সরিষাবাড়ী পৌরসভার পপুলার মোড়ে দিগপাইত থেকে তারাকান্দিগামী একটি ট্রাককে সাইড দিলে পেছন থেকে আসা সরিষাবাড়ী থেকে ঢাকাগামী একটি বাস মোটর সাইকেলকে চা’পা দেয়। এতে ঘটনাস্থলেই নি’হত হয় মোটর সাইকেল আরোহী চাচা সাইদুল ও ভাতিজা আকাশ।
নি’হতরা হচ্ছে সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের খোকন মিয়ার পুত্র সপ্তম শ্রেণির ছাত্র আকাশ (১৪) ও মোজাম্মেল হোসেনের পুত্র শ্র’মিক সাইদুল (২০)।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ তাদের লা’শ উ’দ্ধার করেছে। দু’র্ঘটনার পর বাসটি পা’লিয়েছে।