আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইসলাম প্রতিহতকরণে ম’ন্ত্রণালয় প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স। আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিশ্রুতি ওয়েবসাইটে প্রকাশ করে ডানপন্থী দলটি। এতে অভিবাসন ও শ’রণার্থীদের বন্ধকরণ ও ইসলাম প্রতিহতকরণে ম’ন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়। এছাড়া ইসলামকে একটি ‘সর্বগ্রাসী আদর্শ’ হিসেবে তুলে ধরবেন বলে জানিয়েছেন গির্ট ওয়াল্ডার্স।






আর মু’সলিম অভিবাসী ও শ’রণার্থীদের আবেদন অগ্রাহ্যকরণ, মুসজিদ-মাদারাসা বন্ধকরণ ও ইসলামী চেতনা বিস্তার রোধে সর্বাত্মক কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। তাছাড়া দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারীরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও জানান এই ডাচ নেতা। আর নারীদের হিজাব পরিধানের নি’ষেধাজ্ঞা আরোপ করার কথাও বলেন এই নেতা।






এর আগে গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের প্রে’সিডেন্ট এরদোয়ানকে ‘স’ন্ত্রাসী’ আখ্যা দিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন এই ডাচ নেতা।
সূত্র : আল জাজিরা